দেবহাটা অফিস ॥ দেবহাটায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিনটিতে র্যালী, আলোচনা সভা ও বিভিন্ন মুখি কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপিত হয়। বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, বিশেষ অতিথি ছিলেন আ’লীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, আ’লীগ নেতা আনোয়ারুল হক, অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন নাহার।