স্টাফ রিপোর্টার ॥ লাঙ্গল প্রতীকের প্রার্থী জেলা জাতীয় পার্টির সাধাঃ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশুর পক্ষে ভোট চেয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে পৌরসভার দুই নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির আয়োজন পৌর জাতীয় পার্টির সভাপতি কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক আকরাম হোসেন খান বাপ্পি, কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক আমিনুর রহমান ফিরোজ, সদস্য সচিব কমল বিশ্বাস, ওয়ার্ড জাতীয় পার্টির নেতা চিকিৎসক নাজমুল হাসান ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন দুর্নীতিমুক্ত মুক্ত শহর গড়তে, আশরাফুজ্জামান আশুর বিকল্প নাই। দলমত নির্বিশেষে নাঙ্গল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন তরুণ পার্টির মোহাম্মদ আবু ইয়াসিন।