চুকনগর প্রতিনিধি ॥ আন্তর্জাতিক দুনীতি বিরোধ দিবস উপলক্ষে ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন , মানববন্ধন , র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত অলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শহিদ ম্মৃতি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ সহিদুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ অসিফ রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশিষ মোমতাজ, দুর্নীতি দমন খুলনা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক শামীম হাসান, যুদ্ধকালীন কমান্ডার ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক। বক্তব্য রাখেন সাবেক সাধারন সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল কালাম মহিউদ্দিন , উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও বান্দা কলেজিয়েষ্ট স্কুলের অধ্যক্ষ সৌমেন বিশ্বাস , মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরশাফ হোসেন , মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস , মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা রানী মজুমদার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক জাহিদুর রহমান বিপ্লব , প্রভাষক চন্দনা বিশ্বাস, রেবেকা হক, বিউটি বিশ্বাস প্রমুখ।