ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ (শ্যামনগর কালিগঞ্জ আংশিক) আসনে আ’লীগ মনোনীত প্রার্থীর নির্বাচন প্রস্তুতি উপলক্ষ্যে ধলবাড়ীয়া আ’লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ টায় ধলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে চৌমোহনি রংধনু কমিউনিটি সেন্টারে জেলা, উপজেলা, ইউনিয়ন আ’লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জনসাধারণের উপস্থিতিতে কর্মী সমাবেশে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। উক্ত কর্মী সমাবেশে ধলবাড়িয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি সজল মুখার্জী এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুছ সাদাত রাজা এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আ’লীগ দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এস এম আতাউল হক দোলন। এ সময় তিনি বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আ’লীগ দলীয় প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন প্রদান করায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি দলীয় স্বার্থে, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে, স্মার্ট বাংলাদেশ গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকাকে বিজয় করতে দলের ভিতরে সকল কোন্দল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকাকে বিজয় করার আহ্বান জানান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজী আনিসুজ্জামান আনিচ, মাষ্টার নরিম আলি মুন্সি, সাঈদ মেহেদী, এনামুল হোসেন ছোট, সিরাজুল ইসলাম, মোজাহার হোসেন কান্টু, গাজী গোলাম মোস্তফা বাংলা, শেখ নাজমুল আহসান, দিপালী রানী ঘোষ, দুলাল চন্দ্র ঘোষ, বীর মুক্তিযোদ্ধা এস এম শাহাদাত হোসেন, মোঃ আমিনুর রহমান, শেখ ফারুক হোসেন প্রমুখ।