স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা সদর উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন শামীম ভূঁইয়ার। ইতো পূর্বে তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি গতকাল দুপুরে মধ্যাহ্ন ভোজের পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেন।কুমিল্লা জেলার তিতাস উপজেলা সদরে বাসিন্দা মৃত মসলেউদ্দিন ভুঁইয়ার পুত্র বি সি এস এর কর্মকর্তা হিসেবে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্ম জীবন শুরু করেন। পরে নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি ১ পুএের জনক নবাগত নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া জানান, আমি নির্বাচনকালীন সময়ে যোগদান করেছি। একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। নির্বাচনের পরে দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাবো। সকলের সার্বিক সহযোগিতা থাকলে একটি মডেল উপজেলা তৈরির সর্বোচ্চ চেষ্টা করবো।