শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন

নির্ধারিত সময়ের আগেই শুনানি প্রার্থীকে ‘গেট আউট’ বললেন সিইসি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

ঢাকা ব্যুরো ॥ একজন প্রার্থীর আপিল শুনানির জন্য রবিবার (১০ ডিসেম্বর) দুপুর বারটায় সময় নির্ধারণ করে দিয়েছিল নির্বাচন কমিশন – ইসি। কিন্তু যথাসময়ে এসে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী শুনানি উপস্থিত হয়ে জানতে পারেন নির্ধারিত সময়ের ৩৮মিনিট আগে তার আবেদনটি রিটার্নিং কর্মকর্তার দেয়া সিদ্ধান্তটি বহাল রেখেছেন। ওই প্রার্থীর নাম কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল। তিনি টাঙ্গাইল-৬ আসনের স্বতন্ত প্রার্থী। বিষয়টি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের দৃষ্টিতে আনলে অনুকম্পা না দেখিয়ে তাকে ‘গেট আউট’ বলে স্থান ত্যাগ করার নিদের্শনা দেন। একই সঙ্গে উচ্চ আদালতে যাওয়ার পরামর্শও দেন সিইসি। উপস্থিত সাংবাদিকদের কাছে সিইসির বিরুদ্ধে অভিযোগ এনে এটিএম আনিসুর রহমান বুলবুল বলেন, আমি শুনানির আধা ঘণ্টা আগেই আপিল ট্রাইব্যুনালে পৌঁছে যায়। পরে আমি ভেতরে যাওয়ার পর আমাকে বলা হলো আপনার হিয়ারিং সম্পন্ন হয়েছে। আমার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। প্রথমে জেলাতে আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। এখানেও ঠিক একই অবস্থা করা হলো। আমি তাকে (সিইসি) বিনীত অনুরোধ করার পরও বললেন হবে না। এই প্রার্থী বলেন, আমার শুনানি ১২টায় ছিলো। কিন্তু সিইসি বললেন নো, আপনি হাইকোর্টে যান। বেঁধে দেয়া সময়ের আগে কেন তারা আমার আপিলের শুনানি করল? সিইসি কি আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছেন? এমন প্রশ্নে টাঙ্গাইল-৬ আসনের এই স্বতন্ত্র প্রার্থী বলেন, সিইসি আমাকে বললেন যে-আপনার শুনানি আগেই হয়ে গেছে। গেট আউট, আপনার আইনজীবী সময়ের জন্য কিছু বলেননি। এরপর পুলিশ দিয়ে আমাকে বের করে দিয়েছেন তারা। এটা ষড়যন্ত্র করে করা হয়েছে। আমি হাইকোর্টে যাব। আমি বলেছি আমার মৌলিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com