মৌতলা (কালীগঞ্জ) প্রতিনিধি ॥ কালিগঞ্জ উপজেলার মৌতলার প্রাণকেন্দ্রে অবস্থিত পশ্চিম মৌতলা সীডষ্টোর হাফিজিয়া মাদ্রাসা ও বিল্লাহ বোর্ডিং এর বার্ষিক পরীক্ষা-২০২৩ এর ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে। “শিক্ষার আলো, ঘরে ঘরে জ্বালো” এই স্লোগানকে সামনে রেখে গতকাল ১০ ডিসেম্বর রবিবার উক্ত অনুষ্ঠানে হাফেজ মাওঃ অলিউর রহমান এর সভাপতিত্বে ও হাফেজ আজিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মাওঃ মুহাদ্দিস মোঃ রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন অত্র মসজিদের সভাপতি সোহারাব মল্লিক, মসজিদের সেক্রেটারি শেখ তৈয়েবুর রহমান, মাদ্রাসার সেক্রেটারি মির্জা আরিফুল ইসলাম, হাফেজ মাওঃ ইয়াসিনুর রহমান, শিক্ষক মোঃ আনারুল ইসলাম, ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম, ইউপি সদস্য মির্জা সাদেক হোসেন, ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, শেখ তৌহিনুর রহমান, শেখ মারুফ হোসাইন প্রমুখ। হিফজ বিভাগ থেকে ১৯ জন পরীক্ষার্থী, নজরানা বিভাগ থেকে ৮ জন পরীক্ষার্থীসহ সর্বমোট ২৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো। সকল পরীক্ষার্থীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদেরকে পুরস্কৃত করা হয় এবং ভালো রেজাল্ট করে কোমলমতি শিশুরা আনন্দে আত্মহারা ছিল।