বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ইউপির সদস্য শেখ সিরাজুল ইসলামের বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। গতকাল রবিবার রাতে বাড়ির বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে নগত টাকা সহ স্বর্ণের চেন, মটর ভ্যান, চুরি করে নিয়ে যায়। সোমবার ১০ ডিসেম্বর সকালে স্থানীয় সুত্রে জানাগেছে, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে রবিবার দিনগত গভীর রাতে ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম, মৃতঃ ইছাক গাজীর পুত্র আব্দুল হামিদ গাজী, মৃতঃ মনসুর আলী গাজীর পুত্র সালাউদ্দিন গাজী সহ তাহাদের বসত ঘরের তালা ভেঙে ২ ভরি স্বর্ণের গহনা আংটি, কানের দুল, চেইন ,রুলি, নগদ ২৬ হাজার টাকা সহ মটর ভ্যান, নিয়ে যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থান পরিদর্শন করেন।