বুধহাটা প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার বুধহাটা, কুল্যা ও কাদাকাটি ইউনিয়নে জাতীয় পার্টির উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল থেকে রাত্রি পর্যন্তমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৃথক পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও জাপা মনোনীত প্রার্থী এড. আলিফ হোসেন। উপজেলা জাপার সভাপতি রুহুল আমিন সরদারের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক প্রভাষক ইয়াহিয়া ইকবাল, আশাশুনি সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া হোসেন, বুধাহাটা ইউনিয়ন সভাপতি রেজবিদান সরদার, সাধারণ সম্পাদক মুনসুর আলী, কাদাকাটি ইউনিয়ন সভাপতি মশিউর রহমান, জাতীয় পার্টি নেতা মাহবুবুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।