শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন

ক্যান্সার যুদ্ধে হেরে গেলেন ইউপি সদস্য আনিসুর রহমান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউপি’র ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিসুর রহমান মোড়ল (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে রবিবার রাত আনুমানিক ২ টার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে রাত আনুমানিক ২ টার দিকে মারা যান।সোমবার ১১ ডিসেম্বর বিকালে আসরের নামাজের পরে নিজ বাড়ীর সামনে ঈদগাহ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। জানাজায় উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ সহ এলাকার ও দূরদূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানগন অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে উপজেলা আ’লীগের সিনিঃসহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মেহেদী হাসান সুমন, ফিফা রেফারি ইকবাল আলম বাবলুসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com