মাসুম, আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ প্রতাপনগরে দৃষ্টিনন্দনে ফারুক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১০ টায় অত্র বিদ্যালয় প্রধান শিক্ষক মাওঃ শফিকুল ইসলামের সার্বিক সঞ্চালনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রতাপনগর ইউনাইটেড একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সন্দীপ কুমারের সভাপতিত্বে ফল প্রার্থী শিক্ষার্থী অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আকরাম হোসেন সানা, দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিল্লাহ, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সন্তান মুরাদ আহমেদ, সহকারী শিক্ষক ইয়াছিন আলী। উল্লেখ্য বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ১ম, ২য়, ৩য় স্থান অর্জন কারীদের মাঝে অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।