স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সদস্য সচিব তাজকিন আহমেদ চিশতির মেয়র শুণ্য ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। গতকাল মহামান্য হাইকোটের বিচারপতি মোস্তফা জামান ও বিচার পতি মোঃ আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত এ আদেশ দেন। জানাগেছে, গত ২৩ নভেম্বর স্থানী সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পৌর মেয়র তাসকিন আহমেদের আসন শুণ্য ঘোষনা করে ৩টি পৃথক পত্র প্রদান করেন। পৌর মেয়র তাসকিন আহমেদ এ পৃথক ৩টি চিঠির বৈধতা চ্যালেঞ্চ করে মহামান্য হাইকোটে রিট করেন। আদালত ঐ তিনটি চিঠি আগামী তিন মাসের জন্য স্থগিত করেন। ফলে পৌর মেয়র তাসকিন আহমেদের দায়িত্ব পালনে বাধা নেই। মেয়রের পক্ষে আইনজীবী ছিলেন মো: রুহুল কুদ্দুস কাজল ও তানভীর আহমেদ এবং রাষ্ট্র কাজেছিলে, ডেপুটি আটর্নি জেনারেল তুষার শান্তি রায়।