বাংলাদেশ বর্তমান সময়ে মহামারী করোনা ভাইরাসের তান্ডব দেখে চলেছে। ইতিপূর্বে কয়েক ধাপে করোনার উপস্থিতি, সংক্রমন এবং মৃত্যুর সাথে দেশবাসির পরিচিতি এবং বর্তমানের করোনা ভাইরাসের ওক্রিন এর বিষয়টি ও প্রত্যক্ষ করে চলেছে। প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষ করোনার ওমিক্রনের সংক্রমনে আক্রান্ত হচ্ছে। প্রতিদিনই সংক্রমনের পাশাপাশি মৃত্যু থেমে নেই। করোনা সংক্রমনের উর্ধগতির কল্যানে ইতিমধ্যে আগামী ছয় ফেব্র“য়ারী পর্যন্ত সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করেছে। দেশের অফিস গুলোতে, সরকারি ও বেসরকারি (সকল) অর্ধেক জনবল নিয়ে অফিস পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের সর্বত্র ধাবিত হচ্ছে মহামারী করোনার উপস্থিতি। বিশ্ব পরিস্থিতিতে বর্তমানে করোনার তান্ডব চলমান। যেন থামতে চাইছে না। দেশের সর্বত্র করোনার ওমিক্রনের প্রভাব, মহামারী করোনা ভাইরাসের চরম দুঃসময়ের এই দিন গুলোতে উদ্বেগ, উৎকণ্ঠা থেমে নেই। প্রতিনিয়ত ঘরের দুয়ারে মহামারী করোনার হানা দৃশ্যতঃ দেশবাসিকে বিপন্ন ও বাস্তবতা বলে দিচ্ছে মহামারী করোনা ভাইরাস অদৃশ্য ঘাতক আর এই অদৃশ্য ঘাতক মানবদেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে ক্ষতিগ্রস্ত করছে। মহামারী করোনা ভাইরাসকে প্রতিরোধ করাই সর্বাপেক্ষা যত উপাদেয় আর এজন্য আমাদেরকে প্রতিনিয়ত, প্রতিমুহুর্ত স্বাস্থ্য বিধি মানতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আমরা যদি নিজেদেরকে সুরক্ষিত রাখি তাহলে অবশ্যই মহামারী করোনা ভাইরাসকে প্রতিহত করতে পারবো। সাতক্ষীরার বাস্তবতায় মহামারী করোনা ভাইরাসের সংক্রমন এবং প্রভাব চলমান। কিন্তু যে ভাবে করোনার প্রভাব বৃদ্ধি পাচ্ছে সে ভাবে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না, আমরা যে যার অবস্থান হতে স্বাস্থ্য বিধি মানি, মাস্ক পরিধান করি, নিজেকে সুরক্ষিত রাখি।