দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোলায়মান সরদার (৬০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) তিনি রাত ২টায় ৩০ মিনিট আড়াই টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। গতকাল আসরের নামাজের পরে উত্তর শ্রীপুর আজিজিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে তার জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়। পারিবারিক সূত্র জানা গেছে, সোমবার রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান। তিনি ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। মুত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে তিন কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোলায়মানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও লাঙ্গল প্রতীকের মনোনীত প্রার্থী মাহাবুর রহমান, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল,কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরদার ,ইউপি সদস্য রেজাউল ইসলাম রেজা, ডা: প্রশান্ত রায় প্রমুখ।