কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করছেন দ্বিপঙ্কর দাশ। ইতিপুর্বে তিনি মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। নবাগত নির্বাহী কর্মকর্তা গতকাল বিকালে নিজ কর্মস্থল কালিগঞ্জ নির্বাহী কার্যালয়ে এসে পেীছালে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা সিনিয়র সহ-সভাপতি মোঃ সাঈদ মেহেদী ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী সহ উপজেলার সরকারী সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীব্ন্দৃ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপজেলার সকল সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম সৌজন্য সাক্ষাত করেন।