আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ প্রতাপনগরের মুদি ভ্যারাইটি দোকানে দুর্র্ধষ চুরি সংঘটিত হয়েছে। সোমবার দিবাগত রাতে প্রতাপনগর বিট হাউস থানার হাটখোলা এলাকার আবুল হোসেন গাজীর দোকানে এ চুরির ঘটনা ঘটে। জানাগেছে, দোকানের টিনের চাল উচা করে রাতের অন্ধকারে সংঘবদ্ধ চোর চক্র তিনটা ক্যাশ বাক্সে থাকা ২০/২২ হাজার টাকা, বিভিন্ন ব্যান্ডের তৈল, সিগারেট, স্যাম্পু সহ বিভিন্ন ধরনের মালামাল নিয়ে গেছে। যাহার মূল্য অর্ধলক্ষ টাকা। এছাড়া ইতোপূর্বেও উক্ত দোকান থেকে দোকানের জানালা ভেঙ্গে চুরি সংঘটিত হয়েছিল।