শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন

খুব্দিপুর ডালখোলা বিদ্যুৎপোল মরণ ফাঁদ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

রতনপুর কালিগঞ্জ প্রতিনিধি ॥ ধলবাড়িয়া ইউনিয়নে খুদিপুর গ্রামের ডালখোলা সবুজ সংঘ ক্লাব ফুটবল মাঠের মধ্যস্থানে বসানো বিদ্যুৎ পোল ২টি এখন খেলোয়াড়দের মরণ ফাঁদে পরিণত হয়েছে। এ ওয়ার্ডের ইউপি সদস্য এস এম গোলাম ফারুক, জাতীয় ও ক্রীড়া ধারাভাষ্যকার মোঃ ইসমাইল হোসেন মিলন, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, এ ক্লাবের উপদেষ্টা খুব্দীপুর প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক সাহিত্যিক মোঃ আইনুল হক ক্লাবের সভাপতি মৎস্য ব্যবসায়ী রুহুল আমিন, সেক্রেটারি কেরামত আলী (পিটার) এ প্রতিনিধিকে জানান ক্লাবের মাঠে ৮০-৯০ বছর ক্রীড়ামোদি যুবক খেলোয়াড়রা ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, গাজন খেলা সহ বহু খেলা করে আসছে। কিন্তু বিদ্যুৎ বিভাগ অজ্ঞতসারে এলাকার বিদ্যুৎ ব্যবস্থা করেন মাঠটিতে দুটি পোল স্থাপন করেছে। বর্তমানে পোল দুটি মাঠের মধ্যস্থানে স্থাপন করায় একদিকে খেলোয়াড়দের খেলা বিঘ্নিত হচ্ছে অপার দিকে বিনোদন বঞ্চিত হচ্ছে ক্রিড়ামোদী দর্শকরা। গভীর অন্ধকারে অনেকে মাঠ দিয়ে বাড়ি যেতে, কোমলমতি শিশুরা খেলতে যেয়ে পোলে আঘাত পাচ্ছে। মাঠের মধ্যস্থানে পোল থাকায় দূরের বড় ক্লাব গুলোর সাথে খেলা দিতে পারে না সবুজ সংঘ ক্লাব কর্তৃপক্ষ। এখনই বিদ্যুৎ পোল দুটি অপসারণে বিদ্যুৎ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকার ভুক্তভোগী মহল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com