স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা ৩০ আনসার ব্যাটালিয়নে মাসিক দরবার অনুষ্ঠিত হয়েছে। শহরের পুরাতন সাতক্ষীরা জমিদার বাড়ী ব্যাটালিয়নের অয়োজন গতকাল বেলা ১১ টায় ব্যাটালিয়নে সদর দপ্তরের জেলা আনসার কমান্ড্যান্ট ও ব্যাটালিয়নের অধিনায়ক (অতিঃ দায়িত্ব) মোরশেদা খানমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এপিসি মোঃ আব্দুস সোবাহান, ল্যান্স নায়েক মোঃ সাহাদৎ হোসেন বিভিন্ন বিষয় তুলে ধরেন। সভাপতির সমাপনী বক্তব্যে জেলা কমান্ড্যান্ট ও অধিনায়ক (অতিঃ দায়িত্ব) মোরশেদা খানম বলেন,সৈনিকদের একে অন্যের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।ব্যাক্তিগত বা পেশাগত সমস্যার ক্ষেত্রে সিনিয়র সদস্য,কোম্পানী কমান্ডার, অথবা অধিনাকের সাথে আলোচনা করে নিতে হবে। তবে কোন বিষয় নিয়ে কেউ হতাশ হবেন না। কোন ধরনের প্রতারনা নীতি বহির্ভুত ও শৃঙ্খলা পরিপন্থি বিষয়ে থেকে সতর্ক থাকতে হবে। জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে সদস্যদের সরকারী দায়িত্ব পালনের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় ব্যাটালিয়েনের সকল কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন পদবীর আনসার সদস্যদের উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ৩০ আনসার ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার মাইনুল হাসান।