বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে নেবুখালী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টায় সাতক্ষীরা বিএডিসি এর বাস্তবায়নে ২২ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার শ্রীফলকাটী বিলের নেবুখালী খালের ২ কি: মি: পুণঃখনন কাজ প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এসময় তিনি বলেন, নেবুখালি খালটির খনন কাজ শেষ হলে অত্র এলাকার জলবদ্ধতা দূর হবে, কৃষিতে বিপ্লব আসবে এবং স্থানীয়রা খাল থেকে বিভিন্ন ধরনের মাছ আহরণ করতে পারবে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জি এম শোকর আলী, ইউপি সদস্য শহিদুল ইসলাম সহ বিএডিসির কর্মকর্তা ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।