দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্মর্টহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনের প্রজেক্ট (এসএসিপি)আওতায় অন ডিমান্ড টেকনিক্যাল কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টা থেকে উপজেলার বেড়াখালী গ্রামের কানাই সরকারের বাড়িতে দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার ওয়াসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মানবিকা শীল,উদ্ভিদ সংরক্ষণ অফিসার শ্যামল কান্তি মণ্ডল, দক্ষিণ শ্রীপুর উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ আবু লতিফ শামসুজ্জামান সিদ্দিক। এই প্রশিক্ষণে ৩০ জন কৃষক কৃষাণী অংশ নেয়।