শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

প্রতাপনগরে স্বামীর লাশবাহী অ্যাম্বুলেন্সে কন্যা সন্তানের জন্ম দিলেন স্ত্রী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

মাসুম, আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ প্রতাপনগরে স্বামীর লাশবাহী অ্যাম্বুলেন্সে কন্যা সন্তানের জন্ম দিলেন স্ত্রী। প্রতাপনগরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ইটভাটা শ্রমিক আলতাফ হোসেন (৩৪) মঙ্গলবার রাত ৮ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন (ইন্নালিল্লাহী——রাজিউন)। গতকাল স্বজনেরা মৃতের লাশ নিয়ে গ্রামের বাড়িতে রওনা দিলে পথিমধ্যে বুধহাটা বাজার এলাকায় পৌঁছালে লাশের অ্যাম্বুলেন্সে থাকা গর্ভবতী স্ত্রী রহিমা খাতুনের প্রসব বেদনা শুরু হয়। এর কিছুক্ষণ পরে ওই এ্যাম্বুলেন্সেই মৃত স্বামীর পাশে ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেন। মরহুম আলতাফ হোসেন প্রতাপ নগর গ্রামের শামসুর সরদারের পুত্র। গতকাল জোহর নামাযের পর প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজা নামাজের ইমামতি করেন প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাসুম বিল্লাহ। জানাজা নামাজ পূর্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com