শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধিঃ আশাশুনির শ্রীউলার কলিমাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে কলিমাখালী আকবার আলী মোল্যার বাড়ী পর্যন্ত রাস্তাটির বেহাল দশা জনদুর্ভোগ চরমে। সুপার সাইক্লোন আম্ফানের নির্দয় তান্ডবে এলাকাটি প্লাবিত হয়ে দীর্ঘদিন পানিতে নিমর্জ্জিত থাকায় ঐ রাস্তাটি ধ্বংস্তুপে পরিনত হয়।কিছু অংশে মাটি পড়লেও সিংহ ভাগ রাস্তা সেই থেকে অদ্যাবধি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।এ রাস্তাটি ব্যবহার করে কোমলমতি ছাত্র-ছাত্রীরা ও শিক্ষক-শিক্ষিকাগণ কলিমাখালী আঃ ছিঃ ফাজিল ডিগ্রী মাদ্রাসা,কলিমাখালী সরঃ প্রাথমিক বিদ্যালয়, মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে শুধু তাই নয় হাজারো গ্রামবাসী এ রাস্তটি দিয়ে যাতায়াত করতেন , কিন্তু রাস্তাটি আম্ফানের বিধ্বংসী আঘাতে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পায়ে হেটেও মানুষ আর যাতায়াত করতে পারছেন না। সম্পূর্ণরুপে রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় ৩/৪কিলোমিটারের পথ ঘুরে বিকল্প পথ দিয়ে কোমলমতি ছাত্র-ছাত্রীরা ও শিক্ষক-শিক্ষিকাগণকে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে হচ্ছে। গ্রাম বাসীদেরও ভোগান্তির শেষ নেই। মসজিদে নামাজ পড়তে যেতে দূর্ভোগে পড়তে হচেছ। এ রাস্তা দিয়ে চলাচল করা বয়স্কদের জন্য মারাত্মক ঝুকিপূর্ণ। সেজন্য রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।