কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় আগামী দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে কলারোয়া পৌর সদরের কলাগাছি মোড়স্থ জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত নির্বাচিত করার লক্ষ্যে জাতীয় পাটির নেতা শেখ আলতাফ হোসেনের সভাপতিত্বে এ কর্মী সভায় বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আজিবর রহমান, জাতীয় পাটির নেতা টন,সাইদুল্লাহ,মিজানুর রহমান, আনোয়ার হোসেন, আব্দুর খালেক, মফিজুল ইসলাম, আব্দুল লতিফ, আব্দুল্লাহ, বারিক, আবুল কাসেম,মীর আবুল কালাম, লাভলু মোস্তাফিজুর রহমান প্রমুখ।