বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা আহ্ছানিয়া দারুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় গতকাল সকাল ১০টায় ১ম শ্রেণী থেকে ৯ম দাখিল ২০২৩ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। উক্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মোঃ রমিজ উদ্দীন’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তণ সহকারী শিক্ষক আলহাজ্জ শিক্ষক মোঃ সাইদুর রহমান, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক মোঃ ইউনুচ। মাদ্রাসার শিক্ষক আলহাজ্জ মোঃ আবুল ফজলের সঞ্চালনায় অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।