কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তান বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বধ্যভূমি স্মৃতি স্তম্ভে পুষ্প মাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল দশটায় কালীগঞ্জ ডাকবাংলা মোড় বুদ্ধিজীবী বধ্যভ’মি স্মৃতিস্তম্ভে পুষ্প মাল্য অর্পণ করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ। এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা ওসি (তদন্ত) প্রদীপ কুমার সানা, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো সাংবাদিক শেখ শরিফুল ইসলাম ,উপজেলা প্রকল্প কর্মকর্তা খান মিয়ারাজ হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা সহ সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,সকল মুক্তিযোদ্ধা বৃন্দ, সাংবাদিক ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সকাল সাড়ে দশটায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেনের সঞ্চালনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা ওসি (তদন্ত) প্রদীপ কুমার সানা, বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ , সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, কালীগঞ্জ শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক প্রমূখ। বক্তারা বলেন মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনেও পাকিস্তান হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণা প্রয়াসে বাংলাদেশের বিজয়ের প্রাক্কালে এদেশের গৌরব দীপ্ত মেধাবী সন্তানদের নির্মমভাবে ভাবে হত্যা করে। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায় কালিগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে গণ কবর গুলো সংরক্ষণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হব। সন্ধ্যায় কালীগঞ্জ সোহরোওয়াদি পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি পরিচালন করা হয় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ, কালিগঞ্জ সংসদ এর বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সন্তান কমান্ডনেতবৃন্দ,সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।