বুধহাটা প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুন্দুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় স্কুল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি উত্তম কুমার সরকার। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রীধর কুমার দাশেরর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম, আদর আলী সরদার, তাছলিমা খাতুন, ভারতি বিশ্বাস, রিংকু পরামান্য, সহকারী শিক্ষক কবিতা বিশ্বাস, শ্যামলী সরকার, ঝতুপর্ণা বসাক, দেবদানি দাশ, অভিভাবক শফিকুল সরদার, রফিকুল সরদার, সাগর, সরদার, আরতী সরকার, ঝর্ণা মন্ডল,প্রমিতা সরকার প্রমুখ। ফলফল ঘোষনা শেষে প্রথম দ্বিতীয় ও তৃত্বীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কার সহ ছাত্রছাত্রীদের মাঝে শান্তনা পুরস্কার বিতরন করা হয়।