কপিলমুনি প্রতিনিধি ॥ শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে কপিলমুনিতে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বধ্যভূমিতে অবস্থিত শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন পাইকগাছা উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ আল-আমীন। এসময় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, বীরমুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্ল্যাহ বাহার, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, বীরমুক্তিযোদ্ধা শেখ জামাল হোসেন, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, প্রভাষক রেজাউল করিম খোকন, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান, কপিলমুনি মেহেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা ও কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার মন্ডল, হিমাদ্রী শেখর দে, জগদীশ চন্দ দে ও কৃষেন্দু দত্ত প্রমুখ। এরপর বিকাল ৩ টায় কপিলমুনি বিনোদ বিহারী বিদ্যালয়ের উদ্যোগে কপিলমুনি বধ্যভূমি প্রাঙ্গণে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিনোদ বিহারী শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ মুজিবর রহমানের সভাপত্বিতে ও শিক্ষক পলাশ দাশের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।