মাসুম, আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ প্রতাপনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল প্রতাপনগর ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা উত্তোলন, দেশাত্মবোধক গান পরিবেশন, বিজয় র্যালি, আলোচনা সভা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালীর সভাপতিত্বে ইউপি সদস্য সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মহান বিজয় উদযাপন উপলক্ষে প্রতাপনগর এ বি এস ফাজিল স্নাতক মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি জি এম মেহেরুল্লাহর সভাপতিত্বে অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ বদরুল আলমের সার্বিক পরিচালনায় জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মহিলা মাদ্রাসায় মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ মাসুম বিল্লাহর সার্বিক পরিচালনায় কর্মসূচির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন, বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া, শিক্ষার্থীনিদের অংশগ্রহণে শরীর চর্চা অংশ হিসেবে বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয়। কল্যাণপুর মৌজুদাল হক মাধ্যমিক বিদ্যালয় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান পরিবেশন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হায়দার পলাশের সার্বিক পরিচালনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কৃষক লীগ নেতা হারুন উর রশীদ এর উপস্থিতি মাষ্টার রিয়াছাত আলী মামুনের উপস্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, প্রতাপনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান মিলন সহ ইউনিয়ন আ’লীগ, কৃষক লীগ, সহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। ইউনাইটেড একাডেমী প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয় প্রধান শিক্ষক বাবু জয়দেব কুমার দাসারে সার্বিক পরিচালনায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র্যালি, আলোচনা সভা বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এছাড়া প্রতাপনগর এ পি এস মহাবিদ্যালয়, কুড়িকাহুনিয়া আয়শা সিদ্দিকা রাঃ মহিলা মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।