এম এম নুর আলম ॥ আশাশুনিতে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার প্রত্যুষে থানা প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। সকালে সূর্যোদয়ের সাথে সাথে সকল অফিস, প্রতিষ্ঠান, দোকান-পাট সরকারি-বে-সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় শহীদ স্মৃতিসৌধে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারীর নেতৃত্বে থানা পুলিশ, অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে আশাশুনি সরকারি কলেজ, সাবেক কমান্ডার আব্দুল হান্নানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম ও সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডলের নেতৃত্বে উপজেলা আ’লীগ ও অঙ্গ সহযোগি সংগঠন, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স, অফিসার্স ক্লাব, আশাশুনি মহিলা কলেজ, আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি প্রেসক্লাব, আশাশুনি রিপোর্টার্স ক্লাব, জাতীয় পার্টি, উপজেলা সাব-রেজিঃ অফিস, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, আশাশুনি বালিকা বিদ্যালয়, আশাশুনি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, উপজেলা গ্রাম ডাক্তার কল্যান সমিতি, উপজেলা দলিল লেখক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান। এরপর সকাল ৯ টায় আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনকালে সালাম গ্রহন, শিক্ষার্থীদের সমাবেশ ও ক্রীড়ানুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর, থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী। পরে আকর্ষণীয় কুচ-কাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করেন, আশাশুনি থানা পুলিশ, আনসার, বিএনসিসি, রোভার স্কাউটস, বয়েজ স্কাউটস, গার্লস গাইড, কাব দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ। এরপর পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, চলচিত্র প্রদর্শনী, মসজিদে বিশেষ মোনাজাত ও সুবিধামত সময়ে মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, প্রীতি ক্রিকেট ম্যাচ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও আশাশুনি সরকারী কলেজ, সরকারী মাধ্যমিক বিদ্যালয়, কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিবসটি বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।