স্টাফ রিপোর্টার ঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। গতকাল শেষ দিনে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন ৬ প্রার্থী। মনোনয়ন পত্র প্রত্যাহার করলেন যারা সাতক্ষীরা সদর আসনে আ’লীগের আলহাজ্ব আছাদুজ্জামান বাবু, জাকের পার্টির প্রার্থী ইফতেখার আল মামুন ও ওয়ার্কাস পার্টির প্রার্থী তৌহিদুর রহমান, সাতক্ষীরা ১ আসনে জাসদের ওবায়দুস সুলতান বাবলু ও জাকের পার্টির খোরশেদ আলী, সাতক্ষীরা ৪ আসনে স্বতন্ত্রপ্রার্থী মাসুদা খানম মেধা। আজ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।