দক্ষিণ শ্রীপুর কালিগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করলেন সাতক্ষীরা ৪ আসনের নৌকার মনোনীত প্রার্থী এস এম আতাউল হক দোলন। গতকাল সন্ধ্যায় দক্ষিণ শ্রীপুর ইউপিতে ইউনিয়ন আ’লীগের আয়োজনে সভায় ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকার মাঝি এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুজ্জামান সাঈদ,কাশিমাড়ি ইউপি চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরদার প্রমুখ।সভায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।