কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জে ৭দিন ব্যাপি মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষনের উদ্ভোধন হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল সকাল সাড়ে ৯টায় কালীগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ডিসেমিনেসন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে অষ্টম ও নবম শ্রেণীর বিষয়ভিত্তিক শ্রেণীর শিক্ষকগণের ৭ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ দিপু এর সভাপতিত্বে ও উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকি বিল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রশিক্ষণ কোর্সের কো-অর্ডিনেটর একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, উপজেলা ব্যান্ডবাইজ কর্মকর্তা কর্মকর্তা নাসিম শাহাদাত, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় প্রমুখ। উপজেলার ৪১ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৫টি মাদ্রাসার ৭৫৪ জন শিক্ষক এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।