স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় জাতীয় পার্টির নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সাধাঃ সম্পাদক আশরাফুজ্জামান আশু। আশাশুনি তিন আসনের জাতীয় পার্টির প্রার্থী এড আলিফ হোসেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধাঃ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, সহ সাধাঃ সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু, সাতক্ষীরা ৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী এস এম মাহাবুব রহমান,জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধাঃ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল,পৌর জাতীয় পার্টির সভাপতি কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, সাধাঃ সম্পাদক শেখ আবদুস সাদেক, জেলা জাতীয় পার্টির নেতা আবুল কালাম সুজন, মোঃ আশরাফ আলী, শেখ মইনুর রশিদ, শাখাওয়াতুল করিম পিটুল, জাতীয় ছাত্র সমাজ কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কাজী আমিনুল হক ফিরোজ,সাধাঃ সম্পাদক শ্রী কমল বিশ্বাস, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, বদরুজ্জামান বদু, সাইফুল ইসলাম প্রমুখ। এসময় জেলা জাতীয় পার্টি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর পূর্বে বেলা ১১ টায় জেলা জাতীয় পার্টির সাধাঃ সম্পাদক নাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুজ্জামান আশু প্রতিক নিয়ে জেলা আলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান বাবুর নির্বাচনী অফিসে আলীগের নেতা কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তরুণ পার্টির আহ্বায়ক আবু ইয়াছিন।