রতনপুর প্রতিনিধি ॥ রতনপুর কদমতলা বাজার ও রতনপুর বাজারে নিত্য পণ্যের দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতাদের দুর্ভোগ বেড়ে চলেছে। বাজারে ঘুরে দেখা গেছে গরিব আর মধ্য শ্রেণীর ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে নিত্যপণ্য মূল্য। কদমতলা বাজার কাঁচামাল ব্যবসায়ী আল আমিন, সাদ্দাম হোসেন, মুক্তার আলি, নুর ইসলাম এ প্রতিনিধিকে জানান, আলু ৫০-৫৫ টাকা, প্রতি কেজি ফুলকপি ৫০ টাকা, মুলা ১৫ টাকা, পুঁইশাক ২৫ টাকা, রসুন ২৪০-৩৩০ টাকা, পেঁয়াজ ৮০-১০০ টাকা, কাঁচা মরিচ৬০-৮০ ,বেগুন ৬০ টাকা,ওলকপি ৩৫ -৪০, বাঁধাকপি ৩৫- ৪০,সিম ৫০-৬০,টমেটো ৫০-৫৫,গাজর ৫০- ৫৫, টাকা বিক্রয় করছে তারা। শীত মৌসুমে কিছু কাঁচা মালের দাম কম হলেও অধিকাংশ কাঁচামালের মূল্য সাধারণ ক্রেতাদের পুরাই ক্ষমতার বাহিরে। শীত মৌসুমে কাঁচামালের দাম কম থাকার কথা হলেও সেটা ধরাছোঁয়া বাইরে। একজন শ্রমিক আব্দুল করিম জানান, তাদের একদিনের মজুরিতে ওই দিনের সংসার চলছে অতি কষ্টে। দ্রুত নিত্য পণ্যের মূল্য কমানোর দাবি ভুক্তভোগী মহলের।