স্টাফ রিপোর্টার ঃ খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন আগামী ২৫ ডিসেম্বর উদযাপিত হবে। উৎসবমূখর পরিবেশে বড় দিন উদযাপনের লক্ষে সাতক্ষীরা খ্রিষ্টরাজের গীর্জা কমিটিার আয়োজনে ক্যাথলিক চার্চে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছেন। কর্মসূচীর মধ্যে শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বড়দিন কমিটির আয়োজনে সুধি সমাবেশ, রবিবার সন্ধ্যায় পরিবার ভিত্তিক গোশালা নির্মান ও তাঁরা উত্তোলন প্রতিযোগিতার বিচার কার্য সম্পাদন। ঐ রাত ১১ টায় ৫০ মিনিটে বড় দিনের খ্রিষ্টযাগ, কেক বিতরন, নগরকীর্তন ও ম্যাগাজিন প্রকাশ, ২৫ ডিসেম্বর বিকাল সাড়ে ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বড় দিন শীর্ষক আলোচনা । ২৯ ডিসেম্বর সকাল ৯টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, দুপুরে প্রেম ভোজ, বিকালে সৌখিন ফুটবল প্রতিযোগিতা ও কুইজের উত্তর পত্র জমাদান। পরে লটারী ও বাইবেল কুইজের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও সমাপ্তি ৩১ ডিসেম্বর বিকালে বর্ষ বিদায়ে আরাধনা ও পহেলা জানুয়ারী খ্রিষ্টীয় নববর্ষের খ্রিষ্টযাগ ও মিষ্টি বিতরন।