মীর আবুবকর \ আসন্ন মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে সাতক্ষীরায় সুবিধা ভোগী অসচ্ছ কার্ডধারী পরিবারের মাঝে টিসিবির পণ্য সামগ্রী বিতরণ করা হবে। বানিজ্য মন্ত্রনালয়ের নির্দেশনায় জেলা প্রশাসন কার্যক্রম পরিচালনা করবেন। জেলার সাত উপজেলার ৭৩ হাজার ৭৯৭টি কার্ডধারী পরিবার উপকার ভোগী ক্রয় করবে। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টিসিবির পণ্য সামগ্রী বিতরণ কার্যক্রম বিষয়ক প্রেস বিফ্রিংয়ে এসব কথা বলেন। তিনি আরো বলেন, সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে পণ্য সামগ্রী গ্রহণ করতে হবে। আজ প্রথম পর্বের ৪৬ জন টিসিবির ডিলার উপজেলার বিভিন্ন ইউনিয়নে হ্রাসকৃত মূল্যে পণ্যসামগ্রী বিক্রয় করবেন। প্রতি কার্ডধারী পরিবার পাবেন ২ কেজি মুসুরের ডাল ২ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল। চিনির ৫৫ টাকা মশারি ৬৫ টাকা ও সয়াবিন তেল ১১০ টাকা দরে বিক্রয় হবে। মাহে রমজানের প্রথম দশক এর দ্বিতীয় ধাপে আবারো পণ্য সামগ্রী বিক্রয় করা হবে। এ সময় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুর জামান বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, সদর সহকারী কমিশনার ভূমি সুমনা আইরিন সহ সাংবাদিক ও টিসিবির ডিলার উপস্থিত ছিলেন।