বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সোনাটিকারী দারুস সালাম জামে মসজিদে গত ১৮ ডিসেম্বর সোমবার বাদ এশা সোনাটিকারী আহ্ছানিয়া মিশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সোনাটিকারী আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ এস.এম কবির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মিশনের সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্জ মোঃ আব্দুল হামিদ, কর্মকর্তা রবিউল ইসলাম, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, ডাঃ আব্দুস সাত্তার, গজল গায়ক মোঃ আনিছুর রহমানসহ মিশনের কর্মর্কাতা, সদস্য ও সুধীবৃন্দ। সভায় মিশনের সার্বিক উন্নয়নকল্পে আলোচনা করা হয়। সভার শেষপ্রান্তে দুরুদ শরীফ ও দোয়া পরিচালনা করেন, সোনাটিকারী দারুস সালাম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ, মাওলানা মোঃ আলমগী হোসেন।