বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরার কালিগঞ্জে উর্মি খাতুন (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের তাজ্জু গাজীর স্ত্রী ও চাম্পাফুল ইউনিয়নের ঘুষুড়ি গ্রামের আলিম খাঁর মেয়ে। এ ঘটনায় নিহতের স্বামী ও শ্বশুরকে আটক করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, প্রায় দু’বছর আগে চৌবাড়িয়া এলাকার রমজান আলী গাজীর ছেলে তাজ্জু গাজীর (২৫) সাথে ঘুষুড়ি এলাকার আলিম খাঁর মেয়ে উর্মি খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাজ্জু ও উর্মির সংসারে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শয়নকক্ষ থেকে উর্মির ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরবর্তীতে উর্মি খাতুনের পিতা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে নিহত উর্মির স্বামী তাজ্জু ও শ্বশুর রমজান আলীকে গ্রেফতার করে। থানার উপ-পরিদর্শক নকীব আহম্মেদ পান্নু জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছ। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আত্মহত্যার প্ররোচনায় নিহতের স্বামী ও শ্বশুরকে আটক করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।