শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কলারোয়ার তুলসীডাঙ্গায় বিএনপির মতবিনিময় সভা শ্যামনগরে ঠিকাদার কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আসাদুল্লাহ, সম্পাদক হাফিজুর ব্রহ্মরাজপুরে সেলুন মালিক কল্যাণ সমিতির কমিটি গঠন সভাপতি শম্ভু সম্পাদক মানিক সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সভা সাতক্ষীরা স্কাউটস্ ত্রৈ—বার্ষিক কাউন্সিল কমিশনার শাহজাহান সম্পাদক মনোরঞ্জন পুরাতন সাতক্ষীরা সরলাপাড়া যুব সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল পীরমাতা ব্লাড ব্যাংক নলতা শরীফ’র প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত আশাশুনির খাজরা ও বড়দল সীমান্তে কালকী স্লুইস গেট পরিদর্শনে রবিউল বাশার শ্যামনগরে মটর সাইকেল দূর্ঘটনায় চালক নিহত ও আহত ১ কালিগঞ্জে সু—নাগরিকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সাতক্ষীরা ৪ আসনের প্রার্থীরা মাঠে ব্যস্ত সময় পার করছেন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

কালিগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরা ৪ আসনের কালিগঞ্জ আংশিক ও বৃহত্তর শ্যামনগরে ভোটের মাঠে ছুটছে এমপি প্রার্থীবৃন্দ। তবে নেীকার মনোনিত প্রার্থী পুত্র শ্যামনগর উপজেলা আ“লীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন একটু ফুরফুরে মেজাজে ছুটছে ভোটের মাঠে।জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মি নিয়ে প্রতিদিন দুইটি উপজেলায় ইউনিয়নে গনসংযোগ করেই চলেছেন নেীকা প্রতিক নিয়ে উল্কাপিন্ডের গতিতে। আর তার পাশেই নিশ্বাস ফেলছে সাবেক সংসদ সদস্য, এইচ এম গোলাম রেজা। তিনি তার বর্তমান বিএনএম দলের ব্যানারে নেতাকর্মিকে নিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটে চলছেন নোঙ্গর প্রতিক নিয়ে। তার আমলের সকল উন্নয়ন ও সাধারন মানুষের জীবন যাত্রার মানের কথা উল্লেখ করছেন প্রত্যেকটি গনসংযোগ ও নির্বাচনী মতবিনিময় সভায়। ভোটের মাঠে গনসংযোগ করছেন জাতীয় পাটির উপজেলা সভাপতি আলহাজ্ব মোঃ মাহাবুবর রহমান লাঙ্গল প্রতিক নিয়ে।অপর দিকে তৃনমূল বিএনপির পক্ষ থেকে ভোটের মাঝে দেখা মিলছে ডা: আসলাম আল মেহেদীকে সোনালী আঁশ প্রতিক নিয়ে।অনেকটা ডুমুরে ফুলের মতো। বাংলাদেশ কংগ্রেস পাটি মোঃ শফিকুল ইসলাম ডাব প্রতিক।যাই হোক কেন্দ্রীয় সিন্ধান্ত (বিএনপি) ও জামায়াতী ইসলামী ভোটের মাঠে তাদের না থাকাকে কেন্দ্র করে ভোটের মাঠে থাকা সকল প্রার্থী মৌন ও গৌন উভয় ভাবেই গোপনে উক্ত দ্ইু বৃহত্তর দলের নেতাকর্মিদের সমর্ত্থন পাওয়ার আশায় লবিং সহ দোড় ঝাাঁপ শুরু করেছেন বলে একাধিক সূত্র দৈনিক দৃষ্টিপাতকে নিশ্চিত করেন। নঙ্গর প্রতিকের এ এইচ এম গোলাম রেজা দৈনিক দৃষ্টিপাতকে বলেন সাধারন মানুষ সুখে শান্তিতে যাহাতে বেঁচে থাকতে পারে এবং সকল সন্ত্রাসের হাত থেকে রক্ষা পেয়ে দখল দারিত্ব সহ চাঁদা বাজির হাত থেকে রক্ষা পেয়ে সেই টুকু আশা জনগন কে দিচ্ছি। গতকাল তিনি কালিগঞ্জ উপজেলার একাধিক ইউনিয়ন সহ শ্যামনগর উপজেলার কৈখালী,ভেটখালী ও ঈশ্বরীপুরে নির্বাচনি জনসভায় বক্তব্য শেষে কালিগঞ্জ উপজেলায় গনসংযোগ করেন। অপর দিকে গতকাল নৌকা প্রতিকের প্রার্থী এস এম আতাউল হক দোলন কালিগঞ্জ শ্যামনগর উপজেলার একাধিক জনসভায় বক্তব্যে তিনি বলেন আমি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে রাজ পথে থেকে নির্বাচিত হওয়ার আশা নিয়ে কাজ করে যাচ্ছি। আমি গুন্ডা হুন্ডার রাজনীতিতে বিশ্বাস করিনা।আমি আমার আপন শক্তিতে বালিয়ান হয়ে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতিতে বিশ্বাসী এবং আগামীর পথ পরিক্রমায় পথ চলতে চাই।দেশের সকল মেঘা প্রকল্প সহ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বিকল্প নাই।তাই নৌকা কে বিজয়ী করতে সকল জনসাধারনের প্রতি আকূল আহবক্ষান জানায়। তিনি দৈনিক দৃষ্টিপাত কে জানান, আমি সাধারন মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা পছন্দ করিনা।আমি চাই আমার নির্বাচিত এলকার উন্নতি।আমি কথায় বিশ্বাসী না হয়ে কাজ করে দেখাতে চাই।আমি স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাসী।আমি নির্বাচিত হলে সকল দূরনীতির মূলতপাটন করব ইনশাল্লাহ,সমতার ভিত্তিতে দুইটি উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখব।আমি আমার জীবনকে বাজি রেখে সংসদীয় এলাকার জন্য সৎ ও নিষ্টার সহিত কাজ করে যাব। সাথে অন্যান্ন প্রার্থী তারা নিজদের বলয় হতে যার যার মত করে সাধারন ভোটারদের বিভিন্ন উন্নয়ন সহ হরেক রকমের আশা ভরশা দিয়ে প্রত্যেকটি দিনের নিদিষ্ট সময় থেকে সন্ধ্যা অবধী পর্যন্ন সকল গনসংযোগে নির্বাচনী ফিরিস্থি তুলে ধরছেন সাধারন ভোটারদের মাঝে।সব মিলিয়ে সংসদীয় ০৪ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে সাজ সাজ রব উঠেছে ভোটের মাঠে। এদিকে নির্বাচনি আচরনবিধি যথাযথ ভাবে পালনের জন্য প্রশাসনের কঠর নজরদারী উপজেলা জুড়ে সাধারনে চোখে পড়ছে অহরহ।মোট ৭ জন সংসদ সদস্য প্রার্থীর মধ্যে ভোটের মাঠে দেখা মিলছে ৪জনের। এদিকে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আজাহার আলী দৈনিক দৃষ্টিপাতকে বলেন নির্বাচনি আচরন বিধি যাতে কোন রকম বিঙ্ঘিনিত না হয় এবং কোন প্রার্থী কোন রকম নির্বাচন বিধি লঙ্ঘন না করেন,যথাযথ নির্বাচন বিধি মেনে চলেন সে লক্ষে প্রশাসন নিরালস ভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com