বাংলাদেশ স্কাউটস সাতক্ষীরা জেলা রোভারের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের শিক্ষক মিলনায়তনে সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও জেলা রোভার এর সহ-সভাপতি প্রফেসর বাসুদেব বসু। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কোষাধক্ষ্য প্রফেসর আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান (এল টি)। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব প্রফেসর সিকদার রুহুল আমিন (এল টি)। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক সমিতির সাতক্ষীরার সভাপতি অধ্যক্ষ ইনামুল হক, কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আক্তারুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আমানুলাহ আল হাদিসহ সাতক্ষীরার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও রোভার নেতাবৃন্দ এবং জেলা রোভার এর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে আগামী তিন বছরের জন্য অধ্যক্ষ এমদাদুল হককে কমিশনার, এস এম আসাদুজ্জামানকে সম্পাদক, আবু তালেব মোলা কোষাধক্ষ্য করে আংশিক কমিটি গঠন করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি