হামিদুল ইসলাম খান পাটকেলঘাটা থেকে ঃ পাটকেলঘাটা থানা পুলিশের অভিযানে ১টি সিমানা পিলার সহ ২ চোরাকারবারীকে আটক করা হয়েছে। গতকাল বিকাল ৫টায় থানা পুলিশ নগরঘাটা নিমতলা একটি বাড়ি থেকে পিলার উদ্ধার করে। আটকৃকৃতরা হলেন কেশবপুর উপজেলার নেহাল পুর গ্রামের আতিয়ার রমানের পুত্র শরিফুল্লা বিশ্বাস (৩৬), ও পাটকেলঘাটা থানার নিমতলা গ্রামের বরুন মন্ডলের পুত্র দেব্রত মন্ডল (৩৫)। পুলিশ সূত্রে গোপন সংবাদের ভিত্তিতে পাটকেল ঘাটা থানা পুলিশের একটি চৌকস দল বিকালে অভিযান চালিয়ে আসামী দেব্রত বাড়ি থেকে পিলার উদ্ধার করে। তাদের বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়েছে। ওসি বিপ্লব কুমার এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামীরা স্বীকার করেছে পিলারটি ১ কোটি টাকা দিয়ে ক্রয় করেছেন। তাদের ইচ্ছা ছিল ৫ কোটি টাকায় বিক্রয় করার।