হামাস প্রদান ইসমাইল হানিয়া মিশরে ঃ যুদ্ধ বিরতির আলোচনায় ইসরাইল এবার মধ্যস্থতা করছে মিশর ঃ যুদ্ধ বিরতিতে সম্মত ইসরাইল বলেই হামাস প্রধান মিশরে ইসরাইলে সেনা বাহিনীর রিজার্ভ অফিসার সহ ছয় সেনা নিহত ঃ হামাস প্রতিরোধ যুদ্ধে এগিয়ে চলেছে হুতিদের হুমকিতে পশ্চিমা জাহাজ গুলোর রুট পরিবর্তন ঃ আবারও আশ্রয় শিবিরে হামলা গাজায় খাদ্য ও সুপেয় পানির জন্য হাহাকার ঃ যুদ্ধ বিরতির আলোচনা প্রস্তাব নিরাপত্তা পরিষদ
স্থগিত ঃ মালয়েশিয়া এবার ইসরাইলের বিরুদ্ধে অবরোধ ঘোষনা করলো ঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাজার অধিবাসীদের স্বাস্থ্য
দৃষ্টিপাত ডেস্ক ॥ ইসরাইলের পাশাপাশি তাদের মিত্ররাও এতোদিনে বলে আসছিলো ফিলিস্তীনি মুক্তি সংগ্রাম হামাস সন্ত্রাসী সংগঠন কিন্তু বিশ্ববাসি গভীর আগ্রহের সাথে দেখে চলেছে যে হামাস সন্ত্রাসী সংগঠন নয়, হামাস স্বাধীনতা কামী এবং ফিলিস্তীনিদের রক্ষা কবচ। একমাত্র হামাসই ইসরাইলের শক্তি, সামর্থ এবং অহংকারকে দলিত করে চূর্ণবিচুর্ণ করেছে এবং দত দুই মাসে ইসরাইলী বাহিনী ফিলিস্তীনিদের হত্যা করে চলে ও হামাসের হাতে অন্তত সাত শতাধিক ইসরাইলি সেনার মৃত্যু ঘটেছে। এবার ইসরাইলের গোয়েন্দা বাহিনীর প্রধান ডেভিনবার্নার হামাসের সাথে মিশরে বৈঠকে বসতে চলেছে। আজ সেই কাঙ্খিত বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে মিশরের রাজধানী কায়রোতে। হামাস প্রধান ইসমাইল হানিয়া ইতিমধ্যে মিশরে পৌছেছে। যে ফিলিস্তীনিদের মুক্তির সনদ হামাসকে ইসরাইলরা সন্ত্রাসী সংগঠনবলে আসছে সেই হামাসের সাথে বৈঠকে বসছে। গত কয়েকদিন পূর্বে একই ইস্যুতে অর্থাৎ যুদ্ধ বিরতি বিষয়ে কাতারে ইসরাইলের গোয়েন্দা সংস্থার প্রধানের সাথে আলোচনা হলে ও ার ফলাফল না হওয়ায় ইসরাইলের আগ্রহে আবারও মিশরে বসছে যুদ্ধ বিরতির প্রস্তাব বন্দী বিনিময় ও গাজার মানবিক পরিবেশ সৃষ্টির বৈঠক। এদিকে একদিকে আলোচনার জন্য তোড়জোড় অন্যদিকে অত্যাধুনিক বিমানের মাধ্যমে নিরস্ত্র ফিলিস্তীনিদের উপর বোমা হামলার মাধ্যমে হত্যা ইহুদী বাদী রাষ্ট ইসরাইলের দ্বৈত নীতির বহিঃপ্রকাশ। গতকাল ও হামাস যোদ্ধারা ইসরাইল বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয় এবং ইসরাইলের পাঁচ সেনাকে হত্যা করেছে ফিলিস্তীনিরা এবার মালেশিয়া দখলদার ও হামলাকারী হত্যাকারী ইসরাইলের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে। মালয়েশিয়া সরকার গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরাইলের মালিকানাধীন জাহাজগুলো সেদেশের বন্দরে প্রবেশর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। গাজায় একদিকে চলছে হত্যাযজ্ঞ অন্যদিকে ক্ষুধা আর নিরাপদ পানির জন্য বাড়ছে হাহাকার। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যামেরিন রাসেল বলেছে, নিরাপদ পানির জন্য গাজায় মৃত্যুবরন করবে বিপুল সংখ্যক শিশু। বেচে থাকবার জন্য যেটুকু পানি গাজার ফিলিস্তীনিরা পাচ্ছে না আর শিশুদের জন্য সুপেয় ও নিরাপদ পানি দিনে দিনে দুষ্পাপ্য হয়ে উঠেছে। গাজার অধিবাসিরা সুপেয়া পানি না পেয়ে পান করছে সাগরের লবনাক্ত পানি আর সে কারনে ফিলিস্তীনিরা শারিরিক বাবে নানা ধরনের জটিলতার ভুগছে। বিপুল সংখক শিশু ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। দিক্ষিনের রাফা এলাকায় ডায়রিয়ার প্রকোপ এতটুকু বৃদ্ধি পেয়েছে যে সেখানে ডায়রিয়া মুক্ত ফিলিস্তীনি নেই। গাজা উপত্যকার মানুষগুলো ঘুমাতে পারছে না, রাত দিন কোন সময় তাদের জন্য নিরাপদ নয়। প্রতিটি প্রান্তরে ইসরাইলি বাহিনীর বর্বরতার শেষ নেই। গাজার কোন অঞ্চলই নিরাপদ নয় এমনকি হাসপতাল গুলো বন্ধ এবং ধ্বংস প্রাপ্ত হওয়ায় হাসপাতালে চিকিৎসা গ্রহনের সুযোগ নেই ফিলিস্তীনিদের। গত আড়াই মাসে ইসরাইলের হামলায় অন্তত উনিশ হাজার ফিলিস্তীনি প্রাণ হারিয়েছে। আশ্রয় শিবির গুলোতে খাদ্যের অভাবে হাহাকার পরিস্থিতি বিরাজ করছে একই সাথে দখলদার ইসরাইলি বাহিনীর বিমান হামলার আতঙ্ক আশ্রয় শিবিরে আশ্রয় নেওয়া মানুষগুলো মৃত্যু ডাক শুনছে প্রতিমুহুর্তে। বিশ্ব স্বাস্ত্য সংস্থার প্রতিবেদনে বলা হয়েচে গাজার পরিস্থিতি বর্ণনা করার মত নয়, আহতরা চিকিৎসা পাচ্ছে না ক্ষুধার্তরা খাদ্র পাচ্ছে না। মৃত্যুদের কে যথাযডথ ভাবে দাফন করা যাচ্ছে না। বিশ্বস্বাস্থ্য সংস্থা অবিলম্বে গাজায় যুদ্ধ বিরতির আহবান জানিয়েছেন এই অবস্থা চলছে থাকলে গাজায় দৃশ্যতঃ মৃত্যুর মিছিল শুরু হবে আঠাশ লক্ষ ফিলিস্তীনি অধ্যুষিত গাজার সামগ্রীক পরিবেশ আধুনীক সভ্যতাকে ও আধুনিক বিশ্বকে ধিক্কার জানাচ্ছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের জাহাজ আটক ও হামলার কারনে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত দশ দেশের জোট এক হয়ে তা প্রতিরোধের ঘোষনা দিলেও পশ্চিমা জাহাজ কোম্পানীগুলো লোহিত ও ভূমধ্যসাগরের জাহাজ চলাচলের রুট পরিবর্তন করে কিন্তু ভিন্ন পথে যাচ্ছে। পশ্চিমা মিডিয়াগুলো খবরে বলা হয়েছে ইসরাইিল গাজায় যুদ্ধ বিরতির বিষয়ে ও অগ্রসর হচ্ছে এবং ধারনা করা হচ্ছে চলতি সপ্তাহে হয়তোবা যুদ্ধ বিরতি ও বন্দী বিনিময়চুক্তি সম্পন্ন হতে পারে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এই মুহুর্তে আমাদের প্রধান লক্ষ্য হামাসের হাতে আটক থাকা ইসরাইলিদের মুক্ত করা। এদিক গতকাল ইসরাইলের পাঁচ সেনার আহত হওয়ার পাশাপাশি ইসরাইলের সেনা বাহিনীর রিজার্ভ অফিসার ক্যাপ্টেন লিয়র সেভেন, নিহত ক্যাপ্টেন লিয়র সেভেল হারেল ব্রিগ্রেডের ৩৬৩ ব্যাটালিয়নের একজন অফিসার। ইসরাইলের পক্ষ হতে বলা হয়েছে এ পর্যন্ত তারা পাঁচহাজার হামাস সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। এদিকে গতকাল গাজায় যুদ্ধ বিরতির বিষয়ে জাতিসংগর নিরাপত্তা পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। পশ্চিমা মিডিয়ার খবের বলা হয়েছে ভেটো প্রদানকারী দেশ সমুহের সাথে কুটনৈতিক ফয়সালা না হওযায় এই সভা স্থগিত করা হয়েছে।