রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্যামনগরে ড্রেন নির্মাণ কালে প্রাচীর ধসে ১ নির্মাণ শ্রমিকের মৃত্যু ও আহত ১

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে ॥ শ্যামনগর উপজেলা সদর মুক্তিযোদ্ধা সড়কে পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ কাজের সময় হাসান ক্লথ স্টোরের প্রোপাইটার সাব্বির আহমেদ এর বাড়ীর প্রাচীর ভেঙে ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর হরিনাগাড়ী গ্রামের রজত আলী মল্লিকের পুত্র মোমিন মল্লিক (৬০) ও একই গ্রামের মোরশেদ মল্লিকের পুত্র মোশারফ মল্লিক আহত হয়। তাৎক্ষণিক এলাকাবাসী ও শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্ত্যবরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানে মোমিন মল্লিক মৃত্যুবরণ করেন। এ বিষয়ে নির্মাণধীন কাজের ঠিকাদার আলহাজ্ব আবুল বাশারে কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতিদিনের ন্যায় ২১ ডিসেম্বর সকাল ৮ টায় সময় শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ করে সাব্বির আহমেদের পাঁচিল ভেঙে পড়লে দুইজন শ্রমিক আহত হয়। আমি শোনা মাত্রই তাদেরকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ডাক্তারের পরামর্শে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোমিন মল্লিকের মৃত্যু হয় এবং মোশারফ মল্লিক এখন ভালো আছে তার চিকিৎসা চলমান আছে। উপজেলা সদরের এই সড়কটি জনবহুল হওয়ায় এবং বছরের বেশির ভাগ সময় জলমগ্ন থাকায় উপজেলা পরিষদ থেকে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের টেন্ডার দেওয়া হয়। উক্ত ড্রেন নির্মাণ করতে রাস্তার পাশের জায়গা গভীর করে কাটতে গিয়ে এ দূর্ঘটনা। নির্মাণ শ্রমিকের মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com