কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়া সংলগ্ন ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া নামক স্থানে ইজিবাইক ও ভ্যানের সংঘর্ষে আব্দুর রউফ গাজি ওরফে অসিম (৬০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ওয়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক জেলার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর এলাকার মৃত নিয়ামত গাজীর ছেলে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ৮ টা ৩০ মিনিটে আব্দুর রউফ তার ভ্যান নিয়ে কলারোয়া থেকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল। প্রতিমধ্যে ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান চালক আব্দুর রউফ গাজী আহত হয়। পরে পথচাররীরা তাকে দ্রুত উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কতৃব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষনা করেন। এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।