বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে দিনব্যাপী ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির ৫০ জন সমবায়ীর অংশগ্রহনে এসময় প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর, জেলা সমবায় অফিসার এএফএম সোলিম আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ অফিসের ভেটেরিনারী সার্জন ডাঃ তারিকুল ইসলাম, উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক সন্যাসী কুমার মন্ডল ও তানভির হোসেন। অনুষ্ঠানে সমবায় সমিতি পরিচালনা, উন্নত জাতের ছাগল পালন ও আধুনিক পদ্ধতিতে ধান চাষ বিষয় নিয়ে আলোচনা করা হয়।