বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ দলীয় প্রার্থী এস এম আতাউল হক দোলন এর নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার পদ্মপুকুর এবং গাবুরা ইউনিয়ন আ’লীগের আয়োজনে বিকাল ৪ টায় চর চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এবং সন্ধ্যা ৬ টায় গাবুরা চৌদ্দরশি বাজার চত্বর ও পরবর্তীতে চাঁদনীমুখা বাজার চত্বরে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, জনপ্রিতিনিধি ও সর্বস্তরের হাজার হাজার জনসাধারণের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে জনসভায় পদ্মপুকুরে ইউনিয়ন আ’লীগ সভাপতি এ্যাডঃ এস এম আতাউর রহমান ও গাবুরায় ইউনিয়ন আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আব্দুল বারী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০৪ আসনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এসময় তিনি বলেন, আপনারা যদি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চান এবং বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসাবে রূপান্তরিত করতে চান তাহলে আবারও নৌকায় ভোট দিন। কারণ আওয়ামী লীগ সরকার গঠন করলে এদেশের উন্নয়ন হয়। যার প্রমাণ জননেত্রী শেখ হাসিনা করে দেখিয়েছেন। নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশ বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন। তাই ৫ম বারের মতো জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতা আনতে নৌকা মার্কায় ভোট দিন। যেহেতু গাবুরা ইউনিয়ন প্রান্তিক মানুষের বসবাস। সরকার টেকসই ভেড়িবাঁধে মেঘা প্রকল্প দিয়েছেন। আশা রাখি গাবুরা একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করা হবে। আমি যদি জাতীয় সংসদ সদস্য হতে পারি তবে এই গাবুরা ইউনিয়ন হবে আধুনিকায়ন। বদলে যাবে সব কিছুই। আমার চাওয়া পাওয়ার কিছু নেই আপনাদের কাছে। আপনারা আমার বাবাকে নির্বাচিত করেছিলেন। আমাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিলেন। তাই আপনাদের কাছে আমরা ঋণী। আমার পরিবার ঋণী। আমরা চাই সাধারণ জনগণকে সেবা করতে৷ তাই আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিএম শফিউল আযম লেলিন, শিল্প ও বাণিজ্যি বিষয় সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজী আনিসুজ্জামান আনিচ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি একে এম জাফরুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক গাজী গোলাম মোস্তফা বাংলা, উপজেলা পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, এ্যাডঃ মোজাহার হোসেন কান্টু, ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পদ্মপুকুরে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম ও গাবুরায় সাধারণ সম্পাদক মহাসিন আলম।