মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কালীগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারি কর্মকর্তাদের প্রশিক্ষণে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জে সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহন কারী কর্মকর্তাদের প্রশিক্ষন অনুষ্টিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বেলা ১১ টায় কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির তিনি বলেন আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ। নির্বাচনকে সুষ্ঠু করতে যা যা প্রয়োজন তাই করা হবে। যদি কেউ নির্বাচনে দায়িত্ব পালনে অবহেলা করেন তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। নির্বাচনের আগের দিন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সকল জিনিস নিয়ে ভোটকেন্দ্রে পৌঁছাবেন। নির্বাচনের দিন সকালে ব্যালেট পেপার কেন্দ্রে পৌঁছে যাবে। তিনি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইটিং অফিসার, সহকারী প্রিজাইটিং অফিসার ও পোলিং অফিসারদের সঠিকভাবে যথাযথ দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ মতিয়ার রহমান সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী, কালিগঞ্জ থানার ওসি মোঃ শাহিন, ডিবি ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ, উপজেলা নির্বাচন অফিসার অনুজ গাইন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল গাইন। নির্বাচনের প্রশিক্ষণে কালীগঞ্জের তিনটি ভেন্যুতে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে ভেন্যুগুলো হচ্ছে কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালীগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়।কালিগঞ্জ নির্বাচনঅফিস সূত্রে প্রশিক্ষণে প্রথম দিনে প্রিজাইটিং অফিসার, সহকারী পিজাটিং অফিসার ও পোলিং অফিসার ৯২৬ জন প্রশিক্ষণ গ্রহণ করে। রবিবার একই ভ্যালুতে ৮৪০ জন কে প্রশিক্ষণ প্রদান করা হবে। কালীগঞ্জে ৭৯ টি ভোটকেন্দ্রে ১৭৬৬ জন দায়িত্ব পালন করবেন। এরমধ্যে প্রিজাইডিং অফিসার ৮৬ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২৮০ জন, পোলিং অফিসার ৫০৭ জন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com