বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ভারতের বিপক্ষে প্রথম জয়ের লক্ষ্য বাংলাদেশ নারী দলের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২১ মার্চ, ২০২২

এফএনএস স্পোর্টস: ওয়ানডে ক্রিকেটে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত কোন ম্যাচে জয়ী হতে পারেনি বাংলাদেশ নারী দল। সেই বন্ধ্যাত্ব নারী ওয়ানডে বিশ্বকাপে ঘোচাতে চায় বাংলাদেশ। আগামী ২২ মার্চ টুর্নামেন্টের ২২তম ও নিজেদের পঞ্চম ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে নিগার-রুমানা-জাহানারা। হ্যামিল্টনে বাংলাদেশ সময় ৭টায় শুরু হবে বাংলাদেশ-ভারত ম্যাচটি। এবারের আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে ও নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরেছিলো বাংলাদেশ নারী দল। তবে তৃতীয় ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে জয়ী হয়ে ইতিহাস রচনা করে বাংলাদেশ নারী দল। পাকিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৪ রান করে বাংলাদেশ। ফারজানা হক ১১৫ বলে ৫টি চারে সর্বোচ্চ ৭১ রান করেন। এরপর বাংলাদেশ বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৫ রানের বেশি তুলতে পারেনি পাকিস্তান। বাংলাদেশের পক্ষে বল হাতে ৩৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ফাহিমা খাতুন। এতে ঐতিহাসিক জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। পাকিস্তানকে হারানোর স্মৃতি নিয়ে চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় বাংলাদেশ। আত্মবিশ^াসে টগবগ করতে থাকা বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজকে ১৪০ রানেই আটকে দেয়। তবে ১৪১ রানের সহজ টার্গেট স্পর্শ করতে হিমশিম খেতে হয় বাংলাদেশ ব্যাটারদের। ১৩৬ রানে অলআউট হয় মাত্র ৪ রানে ম্যাচ হারে তারা। তীরে এসে তরি ডুবায়, হতাশায় মুষড়ে পড়ে বাংলাদেশ নারী দল। তবে ভারতের বিপক্ষে পরের ম্যাচেই জ¦লে উঠতে চায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে এর আগে চারটি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। কোন জয় পায়নি তারা। এবার ভারতের বিপক্ষে প্রথম জয় পেতে মরিয়া বাংলাদেশের নারীরা। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে ১২বার ভারতের মুখোমুখি হয়ে ২ ম্যাচে জয় পেয়েছিলো বাংলাদেশ। ভারতের বিপক্ষে জিততে পারলে, সেমিফাইনালে খেলার আশাও জিইয়ে থাকবে বাংলাদেশের। নয়তো, সেমিতে যাবার পথ আরও কঠিন হয়ে যাবে। ভারতের পর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে বিশ^কাপের মঞ্চে মুখোমুখি হবে। তাই শেষ দু’টি ম্যাচ অনেক বেশি চ্যালেঞ্জিং বাংলাদেশের জন্য। ভারতের কাছে হারলে, সেমিতে খেলতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বিপক্ষে জিততেই হবে, সেই সাথে অন্য পাঁচ দলের পয়েন্টের দিকে চোখ রাখতে হবে বাংলাদেশকে। ৫ খেলায় ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত টুর্নামেন্টের অপরাজিত দু’দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে ভারত। আর ৪ খেলায় ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com