গাবুরা প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ছিন্নমুল ৩০০ শিশুর পরিবারে খাদ্য ও পুষ্টি বাবদ নগদ টাকা বিতরণ করা হয়েছে। দাতব্য সংস্থা নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি (নাবিক) এর সহযোগিতায় ব্রতীর শিশু সুরক্ষা প্রকল্প এ টাকা বিতরণ করেছে। বিগত ২১ ডিসেম্বর বৃহঃস্পতিবার ও আজ ২৩ ডিসেম্বর শনিবার সকাল ১০ টা থেকে শ্যামনগরের ব্রতীর বুড়িগোয়ালিনী প্রকল্প অফিসে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্রতীর কর্ম এলাকা গাবুরা থেকে আগত ৩০০ অনাথ, দুস্থ, পিতা মাতাহারা, প্রতিবন্ধি শিশু পরিবারের অভিভাবকের হাতে নগদে ২ মাসের জন্য ৮০০ টাকা হারে মোট ১৬০০ টাকা প্রদান করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে সহায়তা করেন ব্রতীর সাতক্ষীরা এরিয়া ম্যানেজার সাইফুর রহমান, ফিল্ড সুপারভাইজার মনিরুল ইসলাম,ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা কেন্দ্রের স্বাস্থ্য সহকারী সামিয়া রশিদ, এনিমেটর মাহমুদুল হাসানসহ প্রকল্পের স্টাফ, উপকারভোগী পরিবার ও মিডিয়া কর্মীগন। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৩ বছরের শিশু সুরক্ষা প্রকল্প থেকে শিশুরা প্রতি মাসের জন্য ৮০০ নগদ টাকা ছাড়াও প্রয়োজনীয় পোশাক ও শিক্ষা উপকরণ পাচ্ছে শিশুরা। উল্লেখ্য, ব্রতী সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের বিভিন্ন জেলায় মানবাধিকার, সুশাসন, নিরাপদ পানি ও পরিবেশ নিয়ে কাজ করে আসছে। নাবিকের সহায়তায় ব্রতী গাবুরায় শিশু সুরক্ষা ও ভাসমান স্বাস্থ্যসেবা কেন্দ্র নামে পৃথক প্রকল্প বাস্তবায়ন চলমান রেখেছে।