বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত নাসরুল উলুম সিদ্দিকিয়া কুরবানিয়া মাদ্রাসা (থানা মসজিদ মাদ্রাসা) এর নূরানী কিন্ডার গার্ডেন বিভাগের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় অত্র মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, মাদ্রাসা পরিচালনা পরিষদের কর্মকর্তা-সদস্য, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মুফতি আব্দুল খালেকের সার্বিক ব্যবস্থাপনায় মাদ্রাসা নির্বাহী কমিটির সভাপতি থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বার্ষিক পরীক্ষার ফলাফল, পুরস্কার বিতরণ করে ও বক্তব্য রাখেন শ্যামনগর পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, মাদ্রাসা নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বারেক গাজী, মাদ্রাসার মুহাদ্দিস মোস্তফা কামাল, এম কামরুজ্জামান, কারী রবিউল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মুফতি মোঃ মিজানুর রহমান।